মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৭:৩৭ অপরাহ্ন

মোবাইল ফোন কেনার আগের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক :
  • সময় কাল : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৭৬০ বার পড়া হয়েছে।
মোবাইল ফোন কেনার আগের পরামর্শ
মোবাইল ফোন কেনার আগের পরামর্শ
Spread the love

আপনি মোবাইল ফোন কিনতে চাচ্ছেন ? তাহলে দেখে আমাদের পরামর্শ। আমরা একটি মোবাইল ফোন কেনার পূর্বেই আমরা সেই ফোনের মূল্য দেখে কিন্তু আন্দাজ করে নেই এই ফোন ভালো না খারাপ হবে। মানে আমাদের মাঝে একটা কনসেপ্ট আছে আমরা একটি মোবাইলের দামের সাথে এই ফোনের ভালো না খারাপ সেই বিষয়টাকে বিবেচনা করে ফেলি। অর্থাৎ দাম বেশি মানেই ভালো মোবাইল আর দাম কম মানেই খারাপ মোবাইল। কিন্তু সেটা কিন্তু একদম উচিত নয়।

আমরা একটি মোবাইল কেনার পূর্বেই যদি আমাদের  কিছু বিষয় জানা থাকে তাহলে কিন্তু খুব সহজেই আমরা যে দামেই মোবাইল কিনে থাকি না কেন ? সেই দামেই কিন্তু একটা আকর্ষণীয় ও সেরা মানের মোবাইল কিনতে পারি।

আর আজ এই আর্টিকেলের মাধমে আমি আপনাদের সাথে শেয়ার করবো যার মাদ্ধমে আপনি আপনার স্মার্ট ফোন কিনতে একটি ফোনের ভালো মন্দ, ফীচার দেখে একটি ভালো মানের মোবাইল ফোন কিনতে পারেন।

সহজ কোথায় বললে একটি স্মার্টফোনে কিনতে আপনার যে বিষয়গুলো জানতে হবে আজকের পর্বে আমি সেই বিষয় গুলোকে তুলে ধরবো।

আরও দেখুন – Samsung a51 price in Bangladesh

তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

মোবাইল (স্মার্টফোন) কেনার আগেই কি কি বেপারে জেনে রাখতে হবে?

আজ আমরা কিছু সাধারণ এবং অ্যাডভান্সড লেভেলের টিপস নিয়ে আলোচোনা করবো যে গুলো জানার পরে আমরা একটি বেস্ট স্মার্টফোনে বেঁচে নিতে পারবো। এখানে একটা কথা বলে নেই আজকাল একটি স্মার্টফোনে কিছু minimum features বা function অনেক জরুরি কিন্তু আমরা এনেকেই সেই minimum features বা function ব্যাপারে জানি না।

আরও দেখুন – Realme 5i price in Bangladesh

১. মোবাইল ডিসপ্লে (display) এবং স্ক্রীন (screen)

স্মার্ট ফোনের স্ক্রিন বা ডিসপ্লে এর কথা যখন আমাদের মাথায় আসে তখন আমরা কেবল তার সাইজ (size) বা ডিসপ্লে কত বড়ো দেয়া হয়েছে আমরা সেটাই দেখি। কিন্তু, screen size দেখার সাথে সাথে এই স্ক্রিনে কি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে মানে display HD না FULL HD না কেবল WVGA সেটা খুঁটিনাটি দেখাটা কিন্তু অনেক জরুরি। স্ক্রিন সাইজ সর্বনিম্ন ৫ থেকে ৬ইঞ্চি হলে ভালো হয় তবে এর থেকে আরো বড় হলে আরো ভালো হয়।  তাছাড়া আপনার মোবাইল স্ক্রিন যদি HD+ বা FULL HD হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই আপনার স্ক্রিনে ভিডিও দেখে বা গেম খেলে অনেক বেশি তৃপ্তি পেতে পারেন। আর HD+ বা FULL HD ডিসপ্লে এর quality অনেক attractive হয়ে থাকে।

আরও দেখুন – Oppo f19 pro price in Bangladesh

কিন্তু আপনার মোবাইলের স্ক্রিন যদি হয়  wvga তাহলে আপনি ভিডিও দেখে বা গেম খেলে তেমন মজা পাবেন না। তাই ফোন কেনার পূর্বেই আপনাকে FULL HD বা HD+ আছ কিনা।

তাছাড়া ফোনের স্ক্রিন সাইজ শুধু অনেক বড়ো হলেই চলবে না আপনাকে আরো দেখতে হবে SCREEN RESOLUTION. ফোনের RESOLUTION ও অনেক বেশি থাকতে হবে। সাধারণত ৭২০*১২৫০ এর বেশি হলেই আপনি ভিডিও বা গেম এর পূর্ণ মজা নিতে পারবেন।

আরও দেখুন – Realme 6 price in bangladesh

এছাড়া ডিসপ্লেতে IPS LCD থাকতে হবে এছাড়া waterdrop notch ডিসপ্লে হলে আপনি premium এবং stylish display look পাবেন। এর সাথে আপনাকে দেখতে হবে PPI কত। PPI যদি ২৭০ বা তার থেকে বেশি হয়ে থাকে তাহলে অনেক ভালো হবে।

২. Battery power

একটি স্মার্টফোনেন কিনে আগেই আমাদের যে জিনিস গুলো সবথেকে বেশি দেখা জরুরি সেটা হলো ফোনের ব্যাটারী কত MaH. ব্যাটারী যত বেশি MaH হবে আপনার ফোনের চারজিং ও তত ভালো যাবে। চার্জ ব্যাকআপ এর জন্যে ৭০০০MaH ব্যাটারী হলে সবথেকে ভালো হবে।  অর্থাৎ চার্জ অনেক্ষন থাকবে।

আপনি যদি ভিডিও দেখা গেম খেলার মতো কাজের জন্যে স্মার্টফোনে নেন তাহলে আপনার তো অবসসই ব্যাটারী ব্যাকআপ অনেক ভালো থাকতে হবে।

৩. মোবাইলের RAM

একটি স্মার্টফোন ফাস্ট হয় এবং হ্যাং না হবার জন্যে অবসসই আপনাকে ram এবং rom এই ২টি বিষয় দেখে ফোন নিতে হবে। ভালো সার্ভিস পেতে হলে আপনাকে অবসসই ram rom ভালো থাকতে হবে।

আমাদের মোবাইলে যখনি কোনো এপপ্স ইনস্টল করা হয় বা গেম খেলা হয় তখনি কিন্তু আপনার ram এর উপরে চাপ পরে তাই আপনাকে ভালো ram rom দেখে মোবাইল কিনতে হবে।

আরও দেখুন – Oppo reno5 price in Bangladesh

আপনার ফোন কে স্মুথ এবং ফাস্ট করার জন্যে সর্বনিম্ন ৩ GB বা ৪ GB RAM থাকা জরুরি। তবে যদি ৬ GB RAM হয় তবে আরো বেশি মজা পাবেন ফোন ব্যবহার করে।

৪. মোবাইলের processor

মোবাইল processor স্পিড যদি ভালো না হয় তাহলে আপনি মোবাইল ব্যবহার করে মজা পাবেন না।  তাই আপনাকে অবসসই processor core এবং processor speed দেখে নিতে হবে যা আপনার ফোন কে আরো smooth ভাবে কাজ করতে আপনাকে সাহায্য করবে। কিন্তু মোবাইল স্পিড যদি processor dual core বা quad core হয় তাহলে কিছু দিন পরে আপনাকে কাজ করতে অনেক প্রব্লেমে পড়তে পারেন।  মনে রাখবেন আপনার processor গত সর্বনিম্ন ১.৫ GHz হতে হবে। এর চেয়ে আরো বেশি হলে আরো ভালো হয়।

৫. কিছু সাধারণ features / functions

একটি স্মার্ট ফোনের  advanced functions এবং features থাকাটা অনেক জরুরি। আপনি যখন টাকা দিয়েই মোবাইল ফোন কিনবেন তাহলে  compromise করবেন কেন। আজকাল প্রায় সকল ফোনেই কম বেশি কিছু ফীচার দেয়া হয়ে থাকে।  যেমন

  • Face unlock – নিজের মুখের মাধমে ফোন আনলক করার সুবিধা ।
  • Finger print unlock – নিজের আঙুল এর চাপ দিয়ে ফোন আনলক করার সুবিধা।
  • WIFI hotspot – WiFi hotspot function যার মাধমে আপনার নিজের ফোনের ইন্টারনেট বা ডাটা অন্য কোনো ডিভাইস এর সাথে শেয়ার করতে পারবেন।
  • USB OTG SUPPORT – USB OTG support থাকলে আপনার ফোনের ফাইল ট্রান্সফার করা বা ফাইল শেয়ার করতে পারবেন ।
  • App clone – মোবাইলের সকল প্রকার এপপ্স ইনস্টল বা ডিলিট করতে পারবেন।
  • Latest android version – আপনার ফোনের এপপ্স গুলোকে উপডেট করতে ব্যবহার করতে পারবেন।

৬. Design এবং style

এই ব্যাপারে আসলে একেক জনের একেক রকমের ডিজাইন পছন্দ। আপনি ফোনের ডিজাইন আসলে আপনার ক্রেতার উপরে নির্ভর করে। কিন্তু আপনাকে বলতে পারি একটা মোবাইল কিনতে গেলে body slim হবে” এবং back অল্প সুন্দর হবে কালার ইত্যাদি আপনারা দেখে নিতে পারেন।

৭. মোবাইলের ক্যামেরা (camera)

আপনি আপনার মোবাইলের জন্যে সর্বনিম্ন ১৩ mp ব্যাক এবং ৮ mp নিতে পারেন। কেননা এই কোয়ালিটি এর ক্যামেরা হলেই আপনার ভালো মানের ছবি তোলার জন্যে যথেষ্ট।

আরও দেখুন – Real mi 5i price in Bangladesh

৮. মোবাইলের internal স্টোরেজ (Storage)

internal স্টোরেজ এর ক্ষেত্রে আপনি সর্বনিম্ন ১৬ GBনিতে পারেন তবে যদি ৩২ GB বা ৬৪ GB হলে ভালো হয়। আপনি চাইলে ১২০জিব বা ২৫৬জিব নিতে পারেন।

যাইহোক আজকের পর্ব কেমন হলো তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর

Advertisement

এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ ।
Design & Developed by Online Bangla News
themesba-lates1749691102