বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১০ অপরাহ্ন

Robi Emergency Balance code 2022

নিজস্ব প্রতিবেদক :
  • সময় কাল : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৪৭৬ বার পড়া হয়েছে।
Robi Emergency Balance code 2022
Robi Emergency Balance code 2022
Spread the love

আপনার জরুরি মুহূর্তে আপনি লোন পাবার জন্যে Emergency balance system চালু করা হয়েছে যা সিম কোম্পানি আপনার খুব দরকারি মুহূর্তে আপনি Emergency call করার জন্যে কিছু অর্থ প্রদান করে থাকে। এই যদি একজন Robi গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনি এই সুবিধা উপভোগ করতে পারবেন। Robi আপনাকে সর্বনিম্ন ১০ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকা লোন প্রদান করবে। তবে Robi আপনার কথা বলার বা আপনার মোবাইল এর কত টাকা খরচ করছেন তার উপরে নির্ভর করে আপনাকে ইমার্জেন্সি ব্যালান্স প্রদান করে থাকে।

Also Reading – Channel 9 live – watch channel 9 ipl bangladesh

যাই হোক আজ আমি আপনাদের সাথে Robi ইমার্জেন্সি ব্যালান্স নিয়ে ডিটেলস কথা বলবো। তাই ধার্য ধরে আমাদের ব্লগটি পড়তে থাকুন।

এই ব্লগে আমি আপনাদের সাথে Robi Emergency Balance Code প্রদান করবো যাতে আপনারা খুব সহজেই এই Code ব্যবহার করে Robi থেকে ইমার্জেন্সি ব্যালান্স নিয়ে কথা বলতে পারেন।

যেহেতু আমি সকল তথ্য Robi Official website থেকে নিয়েছি তাই কোনও ভুল তথ্য এখানে পাবেন না।

Instant Emergency Balance Robi

Robi এর এই পরিষেবাকে Instant balance ও বলা হয়। দ্রুত Balance পাওয়ার জন্য, আপনাকে প্রথমে যোগ্যতা যাচাই করতে হবে।

আপনি যদি আগে একটি Balance পেয়ে থাকেন, তাহলে আপনি তা পরিশোধ না করা পর্যন্ত তা নিতে পারবেন না। ঝটপটের জন্য যোগ্যতা পরীক্ষা করতে, অনুগ্রহ করে ডায়াল করুন *8#.

How to get an advance loan on Robi?

Robi থেকে আপনি Advance Loan বা Emergency Balance পেতে হলে আপনার ফোন Minimum 5 Taka কম Balance থাকা জরুরি। প্রথমেই নিশ্চিত হয়েনিন আপনার ফোন কোনো টাকা নেই বা ৫ টাকার কম Balance আছে। তাহলে আপনাকে Advance Loan বা ইমার্জেন্সি ব্যালান্স পেতে *123*007# ডায়াল করতে হবে।

Also Reading – BTV Live Streaming Online T20 World Cup 2021 Live (বিটিভি লাইভ)

তবে Grameen Phone Emergency এর মতো এখানে আপনি ফ্রীতে Lone নিতে পারবেন না।

Robi আপনাকে ইমার্জেন্সি ব্যালান্স দেয়ার জন্যে Service charge হিসাবে আপনার কাছ থেকে ২ টাকা কেটে নিবে।

যা ভ্যাট সহ আপনাকে প্রদান করতে হবে ২.৩০ টাকা।

তবে আপনি সর্বনিম্ন ১০ থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত Emergency Balance পেয়ে যাবেন Robi থেকে।

শর্তাবলী

  • Instant Robi এর সব package জন্য উপলব্ধ
  • Balance voice call এবং SMS এর জন্য ব্যবহার করা যেতে পারে
  • 15% ভ্যাট প্রযোজ্য
  • *1# বা *222# ডায়াল করে Balance চেক করা যেতে পারে

যাইহোক আমি আপনাদের সাথে Robi Emergency Balance সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম।

কোথাও কোনো সমস্যা হলে আমাদের Comments এর মধ্যে জানাতে ভুলবেন না।

দেখা হবে পরবর্তী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ।…

Also Reading – Maasranga TV live | watch maasranga television online

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর

Advertisement

এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ ।
Design & Developed by Online Bangla News
themesba-lates1749691102