বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৯ অপরাহ্ন

আনুশকা কেন ফিরছেন না?

নিজস্ব প্রতিবেদক :
  • সময় কাল : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৩৬৫ বার পড়া হয়েছে।
Spread the love

আনুশকা শর্মা সর্বশেষ ২০১৮ সালে জিরো ছবিতে অভিনয় করেছিলেন। ২০২০ সালের মাঝামাঝি সময়ে, তাকে একটি ইংরেজি মিডিয়াম ছবিতে একটি গানে দেখা গিয়েছিল।

 আরও পড়ুনমানি হাই – হিন্দিতে ‘মানি হাই’, প্রফেসর কে?

Anushka Sharma in the cover of Grazia India's October 2018 issue - Boxofficeindia, Box Office India, Box Office Collection, Bollywood Box Office, Bollywood Box Office এর পর তিনি আর দেখা হয় নি। নতুন ছবি শোনা যায় না। রুপালি পর্দা থেকে দূরে থাকার কারণ জানতে ব্যাকুল ছিলেন আনুশকার ভক্তরা। সম্প্রতি সেই কারণ জানালেন বলিউড অভিনেত্রী।

আরও পড়ুনরশ্মিকা – রশ্মিকার অল্প বয়সে ডেটিং করতে আপত্তি করে না

Anushka Sharma Cover Star for Grazia February 2020 Magazine Issue - Boxofficeindia, Box Office India, Box Office Collection, Bollywood Box Office, Bollywood Box Office

গ্রাজিয়া ম্যাগাজিনের কভার গার্ল হয়েছেন আনুশকা শর্মা। সেখানেই তার সিনেমা থেকে দূরে থাকার কারণ জানা গেল।

আরও পড়ুনমালালা ইউসুফজাই আনুষ্ঠানিকভাবে অক্সফোর্ড থেকে স্নাতক হয়েছেন।

“একজন সৃজনশীল ব্যক্তি হিসাবে, আপনাকে নিজেকে শ্বাস নেওয়ার জায়গা দিতে হবে,” আনুশকা বলেছিলেন।Anushka Sharma - Wikipedia

তার কথাবার্তায় জানা গেল, এই বলিউড তারকা তার কাজ এবং মা হওয়া নিয়ে বেশ মানসিক চাপে ছিলেন।

এখন তাই কাজ থেকে একটু দূরে থাকুন। এরপর হয়তো আবারো রুপালি পর্দায় ফিরবেন তিনি।

আরও পড়ুনরশ্মিকা – রশ্মিকার অল্প বয়সে ডেটিং করতে আপত্তি করে না

Anushka Sharma and Virat Kohli blessed with a baby girl: Feeling beyond blessed to start this new chapter of our lives | Hindi Movie News - Times of India

আনুশকা শর্মা ম্যাগাজিনকে আরও জানিয়েছেন যে সন্তান জন্ম দেওয়ার আগে তিনি গুরুতর মানসিক চাপের মধ্যে দিয়েছিলেন। এই ভাবী মাও ভয় পেয়েছিলেন। কখনো ভেবেছেন সন্তান জন্ম দেওয়ার পর আপনি নিজেকে ঘৃণা করতে শুরু করবেন।It's a girl for Anushka Sharma and Virat Kohli: Samantha, Madhuri and others congratulate new parents | Entertainment News,The Indian Express সে ভেবেছিল তার শরীর আর আগের মতো থাকবে না। কিন্তু ধীরে ধীরে এই চাপ থেকে নিজেকে বের করে এনেছেন আনুশকা।বিশেষ করে মা হওয়ার আগের মুহূর্তগুলোতে তার স্বামী বিরাট কোহলি তাকে মানসিকভাবে অনেক সাহায্য করেছেন। মহামারীর কারণে কোনো খেলায় অংশ নেননি বিরাট।Anushka Sharma treats fans to a new pic of 'little' Vamika on Ashtami: 'Making me braver every day' | Bollywood - Hindustan Times

চলতি বছরের জানুয়ারিতে ঘর আলো করে আসেন আনুশকা ও বিরাটের মেয়ে ভামিকা। মেয়ের সঙ্গে অনেকটা সময় কাটাচ্ছেন তারা।

 আরও পড়ুনমানি হাই – হিন্দিতে ‘মানি হাই’, প্রফেসর কে?

তবে সোশ্যাল মিডিয়ায় আক্রমণাত্মক মন্তব্য ও ট্রোল থেকে নিজেদের রক্ষা করতে হবে।

অনলাইনের নেতিবাচক প্রভাব যেন শৈশবে শিশুর ওপর না পড়ে সেদিকেও কড়া নজর রাখছেন তারা।

সম্প্রতি এক ব্যক্তি ভামিকাকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন। তাকে গ্রেফতারও করা হয়েছে।What is the meaning of Vamika, the name of Virat-Anushka's daughter? - Movies News

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর

Advertisement

এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ ।
Design & Developed by Online Bangla News
themesba-lates1749691102