শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন

দুই লক্ষ সাবস্ক্রাইবারে পদার্পণ করলো পেন্টানিক আইটি ইউটিউব চ্যানেল

নিজস্ব প্রতিবেদক :
  • সময় কাল : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৬১ বার পড়া হয়েছে।
Pentanik IT Solution Park - Online Bangla News
Pentanik IT Solution Park - Online Bangla News
Spread the love

বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় একটি ইউটিউব চ্যানেল পেন্টানিক আইটি সল্যুশন পার্ক। অনলাইনে ফ্রী কোর্স এবং ফ্রী সার্টিফিকেট প্রদানের মধ্য দিয়ে মাত্র ২য় বছরেই ২ লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হলো এই চ্যানেলের।

Pentanik IT Solution Park - YouTube Channel

Pentanik IT Solution Park – YouTube Channel

Pentanik IT Solution Park - 200k YouTube Subscriber

Pentanik IT Solution Park – 200k YouTube Subscriber

পেন্টানিক আইটির কোর্সসমূহ

এখানে রয়েছে, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এসইও, কনটেন্ট রাইটিং, সিপিএ মার্কেটিং, ইথিক্যাল হ্যাকিং, ওয়েব ডেভেলপমেন্ট, ইংলিশ কোর্স সহ আরো অনেক ট্রেইনিং। এই কোর্সগুলো অন্য যে কোন প্রতিষ্ঠান থেকে করতে গেলে বেশ ভালো পরিমাণ ফী লাগলেও, পেন্টানিক আইটি রেখেছে সকলের জন্য উন্মুক্ত।

ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে যে কেউ যখন তখন ক্লাস শুরু করে দিতে পারে। প্রতিটি ক্লাসে দেয়া আছে এসাইনমেন্ট। সেগুলো করে জমা দিলে পাওয়া যায় ফ্রী সার্টিফিকেটও। এটি পেন্টানিক আইটির সার্টিফিকেট সিস্টেম থেকে ডাউনলোড করে নেয়া যায়। কেউ চাইলে হার্ড কপিও নিতে পারেন। এছাড়াও কোথাও বুঝতে সমস্যা হলে পেন্টানিক আইটির ফেসবুক গ্রুপে দেয়া হয় ফ্রী সাপোর্টও।

Pentanik IT - BASIS Membership Certificate

Pentanik IT – BASIS Membership Certificate

পেন্টানিক আইটির সার্টিফিকেশন

সেবামূলক এই প্রতিষ্ঠানের বেসিস মেম্বারশিপ আইডি GE-20-11-1195 (জেনারেল মেম্বার)। সম্প্রতি এটি সার্টিপোর্ট এর অথোরাইজড টেস্টিং সেন্টার হিসেবে নির্বাচিত হয়েছে। তাই, বর্তমানে পেন্টানিক আইটি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য “এডোবি সার্টিফিকেশন পরীক্ষা” Adobe Certified Professional (ACP) Exam এর আয়োজন করতে পারে। অলরেডি বেশ কিছু প্রশিক্ষণার্থী Pentanik IT থেকে কোর্স করে Adobe Certified হয়ে ক্যারিয়ারের পথে আরো একধাপ এগিয়ে গেছেন।

Certiport Authorized Testing Center (CATC) - Pentanik IT

Certiport Authorized Testing Center (CATC) – Pentanik IT

২০২১ সালে কয়েক লক্ষ প্রশিক্ষণার্থী পেন্টানিক আইটির প্রশিক্ষনে অংশগ্রহণ করেছেন, এবং ১০০০ এর ও বেশী কোর্স কমপ্লিট করে সার্টিফাইড হয়েছেন। পেন্টানিক আইটির সার্টিফিকেট অন্য যে কোন প্রতিষ্ঠানের সার্টিফিকেট থেকে মূল্যবান কারণ, এটিতে ভেলিডেশন কোড রয়েছে। প্রতিটি প্রশিক্ষণার্থীর তথ্য অনলাইন সার্ভারে সংরক্ষিত থাকে। তাই চাকরির ক্ষেত্রে এই সার্টিফিকেট সাবমিট করলে চাকরিদাতার অনলাইন থেকে ১ সেকেন্ডেই চেক করে দেখার সুযোগ রয়েছে যে সার্টিফিকেটটি জেনুইন কি না।

Certificate System - Pentanik IT

Certificate System – Pentanik IT

বাংলাদেশে বেসরকারি উদ্যোগে সর্বপ্রথম, পেন্টানিক আইটিই ফ্রী কোর্সে অনলাইন ভেলিডেশন সহ, ফ্রী সার্টিফিকেট প্রদান করছে। তরুণ প্রজন্মকে ক্যারিয়ারের পথে এগিয়ে নিতে ২০২২ সালে, পেন্টানিক আইটি আরো বেশী ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর

Advertisement

এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ ।
Design & Developed by Online Bangla News
themesba-lates1749691102