কুছি দেওয়া বোরকা গুলো এখন অনেক পপুলার। অনেক বোরকা ডিজাইন এর মধ্যে র্তমানে সব থেকে ব্যবহার করা হয় খিমার বোরকা, আবায়া বোরকা, কুছি দেওয়া বোরকা গুলো। বর্তমানে কুচি দেওয়া বোরকা গুলো বেশি ব্যবহার করে ইয়াং বয়সের মেয়ে গুলো। আর খিমার বোরকা মুটামুটি সবাই ব্যবহার করে এবং খিমার বোরকা যেকো মানুষ পড়লে অনেক সুন্দর লাগে।অন্যান্য বোরকার থেকে খিমার বোরকা কাটিং ও সেলাই করতে সময়ও অনেক কম লাগে।
আরও পড়ুন – সভাপতি নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক জায়েদ খান
আপনার প্রিয়জনকে ইসলামী লাইফ স্টাইল এর পোশাক উপহার দিন, এতে করে আপনার মা, বোন, স্ত্রী, সন্তান দের পর্দা করা হবে পাশাপাশি ইসলামী বিধান অনুযায়ী আপনার দায়িত্ব ও পালন হবে ।
আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি অরিজিনাল দুবাই চেরি কাপড় এর প্রিমিয়াম কোয়ালিটি খিমার সেট , খিমার পরতে যেমন আরামদায়ক তেমনি সময় ও কম লাগে বোনেরা দুই মিনিট এ পরিধান করে প্রস্তুত হয়ে যেতে পারে ।
আরও পড়ুন – ২০২২ সালের নতুন যত নিয়োগ বিজ্ঞপ্তি
সাধারণত বোরকা কাপড় গুলোর মধ্যে চেরি কাপড় তুলনামূলক ভাবে গরম ও অনেক কম লাগে।
চেরি কাপড় অনেক সফট ও আরামদায়ক হয় ।
খিমার ফ্রি সাইজ করে তৈরি করা হয় , নির্দিষ্ট কোনো সাইজ এর প্রয়োজন হয় না যেকোনো উচ্চতার ও স্বাস্থ্য বোনের জন্য ফিট ও এডজাস্ট হয়ে যায় ।
কম প্রাইস এর খিমার এর সাথে আমাদের খিমার তুলনা দিবেন না দয়া করে , কম প্রাইজের খিমার গুলোর ঘের কম হয় এবং সাইজে অনেক ছোট হয়ে থাকে ছবিতেতো আর খিমারের কোয়ালিটি ও সাইজ বুঝা যায় না , আমরা তিনটা খিমার বানাতে যতটুকু কাপড় ইউজ করি তারা ওই কাপড় দিয়ে পাঁচটা খিমার তৈরি করে ।
হাতা কাটিং করতে হলে সাধারনত দুইটা মাপের প্রয়োজন হয়।হাতার লম্বার মাপ ও হাতার মুখের লুজের মাপ।হাতার মওরার লুজের মাপটা বডির মাপের উপরে নির্ভর করে দেওয়া হয়।
আরও পড়ুন – লাইভ টিভি অ্যাপস জনপ্রিয় হয়ে উঠেছে সম্প্রতি
যেমনঃ ৩৫ বডির জন্য দেওয়া হয় ১৩ ইঞ্চি,৩৮ ৪০ বডির জন্য ১৪ইঞ্চি,৪২ বডির জন্য ১৫ ইঞ্চি,৪৪ বডির জন্য ১৬,৪৬ বডির জন্য ১৭ ইঞ্চির মত লুজ ধরা হয়।
এছারাও অনেক সময় অনেক মেয়েদের হাত বেশি মোটা আবার বেশি চিকন হয়।
তাই অনেক সময় মাপটা কমবেশি করতে হয়। অনেকে হাতার তালতাট কি বা তালপাট কেনো কাটা হয় তাই জানেনা।
আরও পড়ুন – দুনিয়ার আজব কিছু জিনিস যা সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানিনা
তালপাট হচ্ছে হাতা কাটার পরে হাতার এক পাশে হাফ ইঞ্চি থেকে এক ইঙ্চি পরিমান কেটে ফেলে দেওয়া হয় এ কাটা অংশটাকেই তালপাট বলে।এবং এই কাটা অংশটা জামায় হাতাটা লাগানোর সময় সামনের দিকে রাখতে হয়।জামার বডিতেও সামনের অংশটাতে তালপাট কাটিং করতে।
এই বোরকা ডিজাইনটা তৈরী করা হয়েছে তিন পার্ট কুছি দিয়ে।
হাতারও ২ জায়গায় কুছি দেওয়া দিয়েছে। হাতার মাঝখানে ও হাতার মুখে।হাতার মুখে কুচি দিয়ে ২ ইঞ্চি চওরা করে কপ দিয়েছে।
বোরকার সামনে এঙ্গেল করে কোমর পর্যন্ত দুই দিকে কুছি দিয়েছে এক ইঞ্চি চওরা করে।
গলায় সামনে প্লেট দিয়ে ফুল কলার দেওয়া হয়েছে।
আরও পড়ুন – আপনি যদি ক্যালোরি ট্র্যাক রাখতে পারেন, আপনি আরও ওজন কমাতে পারেন
বোরকা কাটিং করার সময় উপরের কাধ থেকে কোমর পর্যন্ত হাফ বডি দেওয়া হয়েছে ১৫ ইঞ্চি।
ডিজাইন বোরকার ভিতরে সব থেকে সহজ বোরকা হচ্ছে খিমার। খিমার বোরকার দুই পার্ট থাকে উপরের পার্টটা থাকে হিজাপের মত।
আর নিছের পার্টটা থাকে স্কার্ট এর মত নিছে দিকে গের একটু বেশি দিয়ে কোমরে রাবার দেওয়া হয়।