বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫০ অপরাহ্ন

ক্যাটরিনা – আজ ক্যাটরিনার হাত মেহেদিতে রঙিন হবে

নিজস্ব প্রতিবেদক :
  • সময় কাল : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৪৫৮ বার পড়া হয়েছে।
ক্যাটরিনা
ক্যাটরিনা
Spread the love

বুধবার সূর্যাস্তের আগে ভিকির নামে মেহেন্দি লাগাতে চলেছেন ক্যাটরিনা। এই ভাবী তারকা দম্পতির জন্য নিয়ে এসেছেন বিশেষ মেহেদি। আর এই মেহেন্দি অনুষ্ঠানকে বিশেষ করে তুলতে তিনি নানা প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে। Katrina Kaif looks like a ray of sunshine in a yellow sharara set PERFECT for a Haldi ceremony: Yay or Nay? | PINKVILLAমঙ্গলবার ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ে উপলক্ষে একটি কনসার্টের আয়োজন করা হয়েছিল। এই আলোয় আলোকিত হল রাজস্থানের সুই মাধোপুরের সিক্স সেন্স ফোর্ট।

আরও পড়ুন – Booster Doses – আগামী মাস থেকে শুরু হতে পারে বুস্টার ডোজ দেয়া

আজ ক্যাটরিনার হাত মেহেদিতে রঙিন হবে | প্রথম আলো

জানা গেছে, আজ ভিকি ও কেট তাদের মেহেন্দি অনুষ্ঠান করতে যাচ্ছেন।

তাই বিশেষ কিছু আয়োজন করেছে তারা।

খোলা আকাশের নিচে মাহদির অনুষ্ঠান হবে। জানা গেছে, সন্ধ্যার আগেই মেহেন্দি লাগানো শুরু করবেন কেট ভিকি।

আরও পড়ুন – করোনা | নিয়োগ পরীক্ষায় করোনা নিয়ে যাবতীয় প্রশ্ন দেখে নিন

পুরো অনুষ্ঠানে বলিউডের গান এবং রাজস্থানী লোকসংগীতের পরিবেশনা থাকবে।আসল নকল দেখে কিনুন মেহেদি, জেনে নিন রং গাঢ় করার উপায়

মেহেদি অনুষ্ঠানে অতিথিদের বিশেষ ধরনের চা পরিবেশন করা হবে। রাজস্থানে এই সময়ে আবহাওয়া ভিন্ন, ঠান্ডা বাতাস বইছে। ক্যাটরিনা  পরিবার আশা করছে এই বিশেষ চা অতিথিদের মনে রাখবে। মাহদি উদযাপনের জন্য এই প্রাচীন দুর্গটি লক্ষাধিক রঙিন ফুল দিয়ে সজ্জিত। KatVic' wedding: Groom to ride 7 horse-drawn chariot, haldi ceremony today - News Karnatakaফুলের তালিকায় রয়েছে অর্কিড, লিলি এবং গাঁদা। ভিকি আর কেট মেহেদির পার্টি বসেছে দুর্গের চত্বরে। মেহেন্দির মঞ্চটি বিশেষভাবে গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে।

আরও পড়ুন – Pushpa | পুষ্পা মুভি রিভিউ

তাই এই মাঠে অতিথিদের জন্য বিশেষ তাঁবুর ব্যবস্থা করা হয়েছে।ক্যাট-ভিকির বিয়ে চলবে চার দিন , দেখুন সূচি

আগেই বলা হয়েছে, প্রেমিক-প্রেমিকাদের হাতে সাজ্জাতের বিশেষ মেহেন্দি লাগানো হবে। সাজ্জাতের কারিগররা নিজ হাতে তৈরি করেছেন এই বিশেষ মেহেন্দি।

মেহেদির দাম লাখ লাখ টাকা। মেহেদি শিল্পীদের একটি দল আজ উইকিক্যাট বিয়ের জন্য মেহেন্দি লাগাতে সিক্স সেন্স ফোর্টে পৌঁছেছে।

আরও পড়ুন – র‌্যাপার মেগান থি স্ট্যালিয়নকে নাচতে বলার পরে গুলি করে

অতিথিদের হাতে মেহেন্দি লাগানোরও বিশেষ ব্যবস্থা করা হবে। সব মিলিয়ে ভিকি ও ক্যাটরিনার বিয়ের শুরু ও শেষটা স্মরণীয় হতে চলেছে।বিয়েই হচ্ছে না ভিকি-ক্যাটরিনার! - সৃষ্টি বার্তা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর

Advertisement

এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ ।
Design & Developed by Online Bangla News
themesba-lates1749691102