মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৭:১৩ অপরাহ্ন

করোনা | নিয়োগ পরীক্ষায় করোনা নিয়ে যাবতীয় প্রশ্ন দেখে নিন

নিজস্ব প্রতিবেদক :
  • সময় কাল : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৬০২ বার পড়া হয়েছে।
করোনা | নিয়োগ পরীক্ষায় করোনা নিয়ে যাবতীয় প্রশ্ন দেখে নিন
নিয়োগ পরীক্ষায় করোনা নিয়ে যাবতীয় প্রশ্ন দেখে নিন
Spread the love

আচ্ছালামুয়ালাইকুম সবাইকে । আশা করছি সবাই অনেক ভাল আছেন। ২০২০ থেকে ২০২১ সালে করোনা নিয়ে প্রায় সকল নিয়োগ পরীক্ষার জন্যেই কিছু সাধারণ প্রশ্ন এসেছে। কিছু কিছু প্রশ্ন একাধিক পরীক্ষায় এসেছে, এমনও নজির আছে।এবং ভবিষ্যতে ২০২২ সালেও আশা করা যায় এই করোনা নিয়ে আরো অনেক প্রশ্ন আসতে পারে। তাই করোনা নিয়ে আমাদের সকল আপডেট প্রশ্নের উত্তর দেখে নেই এক নজরেই —-

Ponnobd Electronics

Ponnobd Electronics

১.   করোনা (কভিড-১৯) কোন ধরনের ভাইরাস?

ক) আরএনএ ভাইরাস

খ) ডিএনএ ভাইরাস

গ) এমআরএনএ

ঘ) আরএনএ+ডিএনএ

 

২.বাংলাদেশে প্রথম কত তারিখে করোনা রোগী শনাক্ত হয়?

ক) March 3, 2020

খ) March 8, 2020

গ) 2 April, 2020

ঘ) 8 April, 2020

 

৩.কোন দেশ থেকে করোনাভাইরাসের উৎপত্তি হয়? করোনাভাইরাস রোগের প্রাদুর্ভাব প্রথম কোন দেশে দেখা দেয়?

ক) Italy

খ) South Korea

গ) China

ঘ) Japan

 

৪.   চীনের কোন প্রদেশে প্রথম করোনাভাইরাস দেখা যায়?

ক) Uhan

খ) Unben

গ) Shanghai

ঘ) Hubei

 

৫.   ২০২০ সালের জানুয়ারিতে চীনের কোন শহরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়?

ক) Hubei

খ)  Wuhan

গ) Beijing

ঘ) Shanghai

 

৬.   করোনাভাইরাসকে আন্তর্জাতিকভাবে কী নামে আখ্যায়িত করা হয়েছে?

ক)COVID-19

খ) NOVEL

গ) CORONA-19

ঘ) NOVEL-19

 

৭.   করোনাভাইরাস নিয়ে তথ্য গোপন করার অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্য চীনের বিরুদ্ধে মামলা করেছে?

ক) Missouri

খ) New York

গ) California

ঘ) Alaska

 

৮.   জাতিসংঘের কোন সংস্থাটি করোনাভাইরাসকে ‘Pandemic’ ঘোষণা করে?

ক) ECOSOC

খ) FAO

গ) HRC

ঘ) WHO

 

৯.   বাংলাদেশে করোনাভাইরাসে প্রথম ব্যক্তি কবে মারা যায়?

ক) March 16, 2020

খ) March 26, 2020

গ) April 17, 2020

ঘ) April 26, 2020

 

১০.  করোনাভাইরাসে পৃথিবীতে সেপ্টেম্বর-২০২১ পর্যন্ত আনুমানিক কত লোক মারা গিয়েছে?

ক) 1 million

খ) 2 million

গ) 2.5 million

) 2.8 million

 

১১.  বাংলাদেশে এখন পর্যন্ত কতটি করোনা ভ্যাকসিনের টিকার অনুমোদন দেওয়া হয়?

ক) 4

খ) 5

গ) 6

) 7

 

১২.  করোনাভাইরাসের বিরুদ্ধে বিশ্বের কোন দেশ প্রথম প্রাণীর জন্য ভ্যাকসিন প্রবর্তন করে?

ক) China

খ) Russia

গ) United States

ঘ) Israel

 

১৩.  বাংলাদেশে কোন বছর বয়সসীমার গ্রুপের শিক্ষার্থীদের করোনা টিকাদান শুরু হয়েছে?

ক) 12-17

খ) ১12-18

গ) 11-16

ঘ) 11-18

 

১৪.  করোনার টিকা উৎপাদনকারী ‘অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা’ কোন দেশের প্রতিষ্ঠান?

ক) United Kingdom

খ) India

গ) Germany

ঘ) United States

 

১৫.  অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা সর্বপ্রথম ব্যবহারের অনুমতি দেয়—

ক) United Kingdom

খ) India

গ) Germany

ঘ) United States

 

১৬.  রাশিয়া কর্তৃক উদ্ভাবিত করোনার ভ্যাকসিনের নাম কী?

ক) Synovac

খ) Covishield

গ) Sputnik-V

ঘ) Vostok

 

১৭.  করোনার ভ্যাকসিন প্রস্তুতকারক ‘সিনোভ্যাক বায়োটেক’ কোন দেশের প্রতিষ্ঠান?

ক) China

খ) Russia

গ) United Kingdom

ঘ) United States

 

১৮.  করোনাভাইরাস প্রতিরোধে কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ৫০০ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেয়? [জীবন বীমা করপোরেশনের কম্পিউটার অপারেটর-২০২১]

ক ) China

খ ) United States

গ ) Russia

ঘ ) Saudi Arabia

 

১৯.  করোনা প্রতিরোধে প্রথম ট্যাবলেট ‘মলনুপিরাভির’-এর প্রস্তুতকারক কে? [নার্সিং অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স-২০২১]

ক) United States

খ) China

গ) United Kingdom

ঘ) Russia

 

২০.  বাংলাদেশে কভিড-১৯ টিকা কার্যক্রম ব্যবস্থাপনার ওয়েবসাইট বা অ্যাপ কোনটি?/কভিড-১৯ ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে তথ্য-প্রযুক্তি বিভাগের প্রস্তুতকৃত অ্যাপের নাম কী?

ক) সুরক্ষা

খ) বঙ্গভ্যাক্স

গ) কভিড

ঘ) সেবা

 

২১.  কুর্মিটোলা হাসপাতালে রুনু ভেরোনিকা কস্তাকে টিকা প্রদানের মাধ্যমে কোন তারিখে বাংলাদেশে কভিড-১৯ টিকা প্রদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়?

ক) 20-01-2021

খ) ২২-০৭-২০২১

গ) ২৫-০১-২০২১

ঘ) ২৭-০১-২০২১

 

২২.  বাংলাদেশে প্রথমে করোনার কোন ভ্যাকসিন প্রয়োগ হয়েছে?

ক) ফাইজারের বায়োএনটেক

খ) সিনোভ্যাকের করোনাভ্যাক

গ) অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড

ঘ) জনসন অ্যান্ড জনসনের জনসেন

 

২৩. কোভিড-১৯ টিকা কাদের দেওয়া হবে?

ক) সবাইকে টিকা দেওয়া হবে  

গ) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে টিকা দেওয়া হবে

ঘ) করোনা তে মৃত ব্যাক্তির মরদেহ সৎকারকাজে নিয়োজিত ব্যক্তিকে

 

২৪.করোনা মহামারির সময় কাদের টিকা দেওয়া যাবে না?

ক) সবাইকে টিকা দেওয়া হবে

খ) ১৮ বছরের নিচে

গ) অন্তঃসত্তা ও দুগ্ধ দানকারী মা

ঘ) করোনা তে মৃত ব্যাক্তির মরদেহ সৎকারকাজে নিয়োজিত ব্যক্তিকে

 

উত্তর মিলিয়ে নিন : ১. ক ২. খ ৩. গ ৪. ঘ ৫. খ ৬. ক ৭. ক ৮. ঘ ৯. ক ১০. ঘ ১১. ঘ ১২. খ ১৩. ক ১৪. ক ১৫. ক ১৬. গ ১৭. ক ১৮. খ ১৯. ক ২০. ক ২১. ঘ ২২. গ ২৩. ক ২৪. গ।

 

এখন চলুন কোভিড-১৯ এর করোনা নিয়ে বেশ কিছু সরাসরি প্রশ্ন ও উত্তর দেখে নেয়া যাক ।

 

১৯.কোনো অন্তঃসত্ত্বা নারী কি এই টিকা পাবেন?

উত্তর: অন্তঃসত্ত্বা নারীদের আপাতত কোভিড-১৯ টিকা দেওয়া হবে না।

 

২০. জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে কীভাবে করোনার টিকা পাওয়া যাবে?

উত্তর: এনআইডি বা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশনে অন্তর্ভুক্ত করে কোভিড-১৯ টিকার নেয়া যাবে। যেহেতু কোভিড-১৯ টিকা পর্যায়ক্রমে সবাইকেই দেওয়া হবে। তাই পরবর্তী সময়ে এনআইডি বা জাতীয় পরিচয়পত্র সংগ্রহের পর টিকা নিতে হবে।

 

২১. টিকাদান কার্ড ছাড়াই একজন কেন্দ্রে এসেছেন। তবে মোবাইলে কোনো তথ্য দেখা যাচ্ছে না; এখন এই ব্যক্তি কী করবেন?

উত্তর: কোভিড-১৯ টিকাদান কার্ড ছাড়া টিকা প্রদান করা হবে না।

 

২২. এক ব্যক্তির কোভিড-১৯ হয়েছিল। এখন চিকিৎসার পর ভালো আছেন। ওই ব্যক্তি কি কোভিড-১৯ টিকা পাবেন?

উত্তর: কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার ২৮ দিন পর টিকা দেওয়া যাবে।

 

২৩. এক ব্যক্তি ফ্রন্টলাইন ওয়ার্কার বা সম্মুখসারির কর্মী। তিনি কাজ শেষে প্রতিদিন বাসায় যান। তাহলে বাসার সবাই কি এই টিকা পাবেন?

উত্তর:  শুধু অগ্রাধিকারের তালিকার ভিত্তিতে টিকা প্রদান করা হবে।

 

২৪: টিকাদান চলাকালে অন্য কেন্দ্রের বা অন্য এলাকার কোনো ব্যক্তি যদি টিকা নিতে আসে, তবে তাকে টিকা দেওয়া হবে?

উত্তর: ওই ব্যক্তি যদি নির্দিষ্ট ওই তারিখের টিকা প্রাপ্তির তালিকার অন্তর্ভুক্ত হন, তবে টিকা দেওয়া হবে। টিকাদানকর্মী অবশ্যই অনলাইনে চেক করে টিকা দেবেন এবং টিকা প্রদানের তথ্য হালনাগাদ করবেন।

 

২৫:  প্রতিদিন উচ্চ রক্তচাপের ওষুধ সেবন করেন—এমন ব্যক্তি কি টিকা পাবেন?

উত্তর: অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্ত হলে কোভিড-১৯ টিকা দেওয়া হবে। অসুস্থ বা হাসপাতালে ভর্তি না থাকলে টিকা দেওয়া যাবে।

 

২৬: পনেরো দিন আগে হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচার হয়েছে—এমন ব্যক্তি কি করোনার টিকা পাবেন?

উত্তর: সুস্থ হলে এবং অগ্রাধিকারের ভিত্তিতে তালিকাভুক্ত হলে কোভিড-১৯ টিকা পাবেন।

 

২৭: এই টিকার কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে?

উত্তর: অন্য সব ওষুধ কিংবা টিকার মতো এই টিকারও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। তবে বেশির ভাগ ক্ষেত্রে সেগুলো খুবই মৃদু হয়ে থাকে, যেমন: টিকার স্থানে ব্যথা, ফোলা, লালচে ভাব, মাংসপেশি ও অস্থিসন্ধিতে ব্যথা, দুর্বলতা, বমি বমি ভাব, জ্বর, ক্লান্তি ইত্যাদি। ক্লিনিক্যাল ট্রায়াল থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী এখন পর্যন্ত মারাত্মক কোনো পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানা যায়নি। তবে টিকা নেওয়ার পর যেকোনো সমস্যা হলে অবশ্যই দ্রুত নিকটস্থ হাসপাতালে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

 

২৮: এক ব্যক্তির বয়স ৭০ বছর। তিনি পক্ষাঘাতগ্রস্ত, বিছানা থেকে উঠতে পারেন না, কীভাবে ওই ব্যক্তি টিকা পাবেন?

উত্তর: হাসপাতালে এসেই সবাইকে টিকা নিতে হবে। তবে জনবল ও অন্যান্য সুযোগ-সুবিধার ওপর ভিত্তি করে টিকাদানকারী হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

 

যাই হোক আজ এ পর্যন্ত। করোনা আপডেট নিয়ে আমরা পরবর্তীতে আরো অনেক আপডেট নিয়ে কথা বলবো। সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে শেয়ার করবেন। আরো নুতুন নুতুন আপডেট পেতে অনলাইন বাংলা নিউজ এর সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর

Advertisement

এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ ।
Design & Developed by Online Bangla News
themesba-lates1749691102