সময়ের কাল গর্ভে হারিয়ে গেছে আরেকটি বছর। যে বছরটি আমাদের জীবনে হাশি আনন্দের ছাপ ফেলে গেছে। সময়ের অতুল গহ্বরে ২০২০ হারিয়ে গেলেও তার ক্ষয়ক্ষতির ছাপ মনে রয়ে যাবে শত বছর। ২০২০ এর সবচেয়ে বড় বিপর্যয় করোনা মহামারী এছারাও আরও অনেক প্রাকৃতিক দুর্যোগ দেখেছে বিশ্ব। এসবের মাঝে কিছু দুর্ঘটনা প্রাকৃতিক আবার কিছু দুর্ঘটনা ঘটেছে জলবায়ু পরিবর্তনের কারণে।
২০২০ নতুন উদ্যগে শুরু করেছিল বিশ্ববাসি। বিংশতে নতুন কিছু পাওয়ার আশায় ছিল সবাই, নতুন কিছু এলো বতে কিন্তু সেই নতুন অনুবিক্ষনিক ভাইরাস মৃত্যু ভয়ে কাপিয়ে দিল গোটা বিশ্বকে। হাজারও লাশের কফিন, গন কবর, অনাকাঙ্ক্ষিত মৃত্যু নিঃশব্দে দেখেছে বিশ্বের সব ক্ষমতাধর দেশগুলি। কোন দেশের বিজ্ঞানিরাও পারেনি এই মহামারিকে আটকাতে। ২০১৯ সালের ২১ ডিসেম্বর চায়নার উহান শহরে প্রথম করোনা শনাক্ত হয়। ২০২০ এর ১১ই মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-19 প্রাদুর্ভাব কে বিশ্ব মহামারি রূপে ঘোষণা করে। মহামারি ঠেকাতে যে লক ডাউন দেয়া হয়েছে তাতে অর্থনৈতিক ক্ষতি হয়েছে অনেক যার ফলে চাকরি হারিয়েছে অনেক মানুষ। বিজ্ঞানীদের চেষ্টায় কোভিড এর ভ্যাকসিন বের হলেও অর্থনৈতিক ভাবে বিশ্বের যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে সময় লাগবে বহু বছর।
২০২০ শুধু মহামারির জন্যই নয় স্মরণীয় হয়ে থাকবে প্রাকৃতিক বিপর্যয়ের কারনেও। বছরের শুরুর দিকেই আতঙ্কের কারন হয়ে দ্বারায় অস্ট্রেলিয়ার দাবানল। যা এখনও ভুলতে পারেনি কেউ। কয়েক মাস ধরে চলা বিধবংসি সেই আগুনে পুরে গেছে ১২০ মিলিয়ন হেক্টর জমি। যার কারণে মারা গেছে প্রায় ৩৩ জন মানুষ পাশাপাশি পশুপাখি তো আছেই যা সংখ্যায় ছিল প্রায় ১০০ কোটি। অস্ট্রেলিয়ার পর দাবানলের স্বীকার হয় ক্যালিফোর্নিয়া যাতে প্রাণ হারায় প্রায় ৩৯ জন। যে আগুন নিভতে ৩ মাস সময় লাগে। পৃথিবীর ফুসফুস খ্যাত ব্রাজিলের অ্যামাজনের রেইন ফরেস্টে জুন মাসে দাবানলের ঘটনাটি বেড়ে দ্বারায় ২০ শতাংশ।
ঘূর্ণি ঝরের তান্ডবেও বছর ব্যাপী বিপর্যস্ত হয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত। উল্ল্যেখযোগ্য কয়েকটি অঞ্চলকেও ভুগিয়েছে অগ্নুৎপাতে। ইতিহাসের অন্যতম উষ্ণ বছর ছিল এটি। যার কারণে বিশ্বের অনেক দেশকে দাবদাহেরও স্বীকার হতে হয়েছে।
জলবায়ুর তান্ডবের সাথে সাথে ২০২০ সালে প্রাণীকুলও পিছিয়ে ছিল না তান্ডব চালাতে।এসবের মাঝে অন্যতম দুর্যোগ ছিল পঙ্গপালের আক্রমণ। এর ফলে আফ্রিকার ১৪ টি দেশের প্রায় ১ কোটি মানুষ খাদ্য সংকটে পড়েছিল। পরবর্তীতে এই পতঙ্গটি এশিয়াতেও তান্ডব চালিয়েছে। শুধু পঙ্গপালই নয় ২০২০ সালে অস্ট্রেলিয়াতে তান্ডব দেখিয়েছে সাপ ও বাদুরও। এই সব কীট পতঙ্গ ও প্রাণীকুলের আক্রমণ এতটাই ভয়াবহ হয়েছিল যে আক্রমনের স্বীকার হওয়া দেশগুলোতে জরুরী অবস্থা জারী করা হয়েছিল।
সব মিলিয়ে প্রাণঘাতি ভাইরাস ও প্রাকৃতিক দুর্যোগের কারনে ২০২০-এ চড়া মুল্য দিতে হয়েছে বিশ্ব বাসিকে।