একের পর এক তারকার বিয়ের খবরে সরব বলিউড। বলিউডের দুই ‘লাভ বার্ড’ ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বাগদানের খবর গতকাল বিটাউনে বেশ আলোড়ন তুলেছে। আজ আবারও নেট দুনিয়ায় কথা হচ্ছে চলচ্চিত্র জগতের আরেক দম্পতির বিয়ের খবর। চলতি মাসেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলিউড নায়ক রাজকুমার রাও ও পত্রলেখা। আর তাদের বিয়ের প্রস্তুতি চলছে পুরোদমে।
কয়েকদিন আগে গুঞ্জন উঠেছিল যে রাজকুমার ও পত্রলেখা বিয়ে হবে ১০ থেকে ১২ নভেম্বর। সেই গুঞ্জন এবার সত্যি হতে চলেছে। সেই গুঞ্জন এবার সত্যি হতে চলেছে। এবার এই বিয়ে নিয়ে ফাঁস হয়েছে আরও কিছু তথ্য।
জানা গেছে, ভারতের গোলাপি শহর অর্থাৎ রাজস্থানের জয়পুরে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। রাজকুমার এবং পত্রলেখা তাদের বিয়ের আমন্ত্রণ থেকে এখনও সেরে ওঠেনি। তাদের বিয়ের অতিথি তালিকা বেশ ছোট। বিয়েতে পরিবার ছাড়াও খুব কাছের কিছু মানুষকে আমন্ত্রণ জানাচ্ছেন তারা। সব রীতি মেনেই পুরনো রীতিতে বিয়ে করবেন রাজকুমার ও পত্রলেখা বলেও জানা গেছে।
১০ বছর ধরে প্রেম করছেন রাজকুমার ও পত্রলেখা।তারা একে অপরের সাথে তাদের সম্পর্কের বিষয়ে কোন ছাড় দেয়নি। কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে রাজকুমার রাও-এর সঙ্গে পত্রলেখার বিয়ের বিষয়টি উঠে আসে।
আর তখনই লাজুক হাসি দিয়ে বলিউডের এই নায়ক বলেন, ‘এখন দুজনেই শুধু মন দিয়ে কাজ করতে চান। আমি আমার ক্যারিয়ারে মনোযোগ দিতে চাই। বিয়ের কথা এখনো ভাবিনি।