শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:২৬ অপরাহ্ন

Ponnobd in years 7 | পন্যবিডি ৭ম বর্ষে পদার্পন

নিজস্ব প্রতিবেদক :
  • সময় কাল : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৬২২ বার পড়া হয়েছে।
Spread the love

বাংলাদেশের ইলেকট্রনিক্স জগৎ বিশ্বস্ত সঙ্গী পন্যবিডি ইলেকট্রনিক্স।

পথচলা ছয় বছর পার করে এবার পা রেখেছে ৭ বছরে। শতভাগ পেশাদারিত্ব, নতুনত্ব, সৃজনশীলতা ও তারুণ্যের জয়গান গেয়ে বিশ্বস্ততার সাথে অর্ধ যুগ পার করার এই অধ্যায়ে দেশবাসী ও আমাদের সম্মানীত ক্রেতা দের প্রতি রইল সম্মান ও ভালবাসা।

মানুষ যা দেখতে চায়, যা শুনতে চায়, যা উপলব্ধি করতে চায় তা নিয়েই পন্যবিডির পথচলা।

আজ(১০-১০-২০২৩) সকাল ৯টায় পন্যবিডি ইলেকট্রনিক্স এর অংঙ্গ প্রতিস্ঠান পেন্টানিক আইটি এর নিজস্ব স্টুডিও তে  ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে অনুষ্ঠান এবং বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরো  পন্যবিডি  পরিবার সহ এর অংঙ্গ প্রতিস্ঠান গুলো তে কর্মরত সহযোদ্ধাবৃন্দ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। কোরআনে কালাম থেকে তেলাওয়াত করেন পন্যবিডি এর মিরপুর ব্রান্চ ম্যানেজার জনাব মোঃ আব্দুর রহমান। এছাড়া ও বক্তব রাখেন পেনটানিক ব্রান্ড হেড অফ মার্কেটিং জনাব সুজিত মিত্র। এবং পেনটানিক ব্রান্ড হেড অফ ডিজিটাল মার্কেটিং জনাব মোঃ ওবায়েদুল ইসলাম

পন্যবিডি ইলেকট্রনিক্স এর বার্ষিক সাধারন সভার গুরুত্বপূর্ন বক্তব্য ও দিকনির্দেশনা রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব রাকিবুল ইসলাম রাকিব । তার বক্তব্যে তিনি বলেন – “দেশের প্রতিটি ঘর পেন্টানিক এর ঘর, সর্বোচ্চ ভাল মানের ইলেকট্রনিক্স পন্য বাংলাদেশের মানুষের ঘরে ঘরে পৌচ্ছে দিতে সেই প্রতিষ্ঠালগ্ন থেকেই অগ্রগামী ভুমিকা পালন করে যাচ্ছে এবং আগামিতেও এর ধারাবাহিকতা অব্যহত থাকবে। ইং শাহ আল্লাহ আগামিতে আরো নতুন চমক নিয়ে  বাংলাদেশের ইলেকট্রনিক্স জগতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে পন্যবিডি ইলেকট্রনিক্স।“

তিনি আরো বলেন

“২০২৩ সালের ১০ই অক্টোবর  পন্যবিডি  ডট কম হাটিহাটি পা পা করে অর্ধযুগ পেরিয়ে ৭ম বছরে পদার্পন করলো। তিনি বলেন সামগ্রিক টীম ওয়ার্ক এবং সকলের ঐকান্তিক প্রচেষ্টায় জনপ্রিয়তায় বাংলাদেশে শীর্ষ অবস্থান ধরে রেখেছে। পরিনত হয়েছে বাংলাদেশের স্বনামধন্য প্রতিস্ঠানে। পন্যবিডি ইলেকট্রনিক্স এর সামনের দিনগুলিতে আরো আন্তরিকতার সাথে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।“

সভায় সকল সদস্যের সক্রিয় অংশ গ্রহনের মাধ্যমে ২০২৪ সালের কার্যপ্রনালী নির্ধারন করা হয়।

সফলতার সাথে ৬বছর অতিক্রম করে ৭ম বর্ষে পদার্পন করায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করা হয় বলে জানিয়েছেন পন্যবিডি মিডিয়া উইংস এর ইমদাদুল হক (লিখন)।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর

Advertisement

এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ ।
Design & Developed by Online Bangla News
themesba-lates1749691102