ক্রিকেট মাঠে বল হাঁকিয়ে প্রতিপক্ষকে যেমন বোল্ড আউট করে দেন ঠিক তেমনি ক্রিকেটার নাসির হোসেনের বিয়েকে ঘিরে সৃষ্ট গুঞ্জনও বোল্ড আউট করে দিয়েছে ভক্তদের। শুধু ভক্তরাই নয় এই ঘটনায় হতবাক পুরো ক্রিকেট বোর্ড, যেন উইকেট পরে গেছে তাদেরও।
বাংলাদেশ ক্রিকেট জগতের বর্তমান বিতর্ক নাসির হোসেন ও তার স্ত্রি তামিমা। যিনি তার ১১ বছরের সংসার ও ৮ বছরের মেয়েকে পিছনে ফেলে নতুন করে ঘর বেধেছেন ক্রিকেটের ব্যাড বয় নামে খ্যাত নাসিরের সাথে। নারী ঘটিত নানা বিষয়ে নিজেকে জড়িয়ে আজ যেন তিনি প্রসিদ্ধ। এইতো কিছুদিন আগেই ধুমধাম করে বিয়ে করেছিলেন দুজনেই। ভক্তরা ভেবেছিলেন এবার হয়তো তিনি থামবেন কিন্তু কোথায় কি, কিছুদিন পরেই বেরিয়ে এলো চাঞ্চল্যকার তথ্য।
শুরু হয়েছে নানা ধরনের গুঞ্জন ও বিতর্ক। তামিমা সুলতানা শবনম নামের যে নারীকে নাসির হোসেন বিয়ে করেছেন তিনি নাকি তার ৮ বছরের মেয়ে, স্বামি রাকিব, পরিবার ও ১১ বছরের সংসার ফেলে বিয়ে করেছেন এই ক্রিকেটারকে। তার থেকেও বড় কথা হলো তাদের মধ্যে এখনো ডিভোর্সও হয়নি। স্বামি রাকিব হাসানকে ডিভোর্স না দিয়েই তামিমা বিয়ে করেছেন নাসির হোসেনকে।
স্ত্রীর এমন আচরণে হতবাগ রাকিব হাসান উত্তরা পশ্চিম থানায় একটি জিডি করেন এবং তামিমা ও নাসিরের এই বিষয়ে আইনানুক পদক্ষেপ গ্রহণ করেছেন তামিমার সাবেক স্বামি রাকিব হাসান। পশ্চিম থানায় তিনি যে জিডি করেছেন তার কপি হাতে পেয়েছে অনলাইন বাংলা নিউজ।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও (ওসি) শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস এমন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্ত্রীর এমন আচরণ ও কর্মকাণ্ডে হতবাক স্বামি রাকিব যমুনা নিউজকে জানান, তাদের ৮ বছরের একটি কন্যা সন্তান আছে। পুরো পরিবার নিয়ে ২০২০ সালের মার্চেও তারা রাজধানীর লা মেরিলিয়ান হোটেলে থেকেছেন আনন্দের জন্য। রাকিব আরও বলেন, এখনও তামিমা আমার স্ত্রী কারন আমাদের মধ্যে এখনো ডিভোর্স হয়নি। কোনো নোটিশ প্রেরণ ছাড়াই কীভাবে আমার স্ত্রী তার ৮ বছরের বাচ্চাকে ফেলে অন্য একজনকে বিয়ে করলো। একজন মা কিভাবে তার বাচ্চাকে ফেলে গেলো সেটাই আমি বুঝতে পারছি না।
অন্যদিকে তামিমার সাবেক স্বামী রাকিব হাসান ও বর্তমান স্বামী নাসিরের হোসেনের একটি ফোন রেকর্ড ফাঁস হলে তাতে তাদের কথোপকথনের রেকর্ড পাওয়া যায়। যেখানে জিডি তুলে নিতে বা ধামাচাপা দিতে বলেন নাসির। নাসিরের এমন কথায় রাকিব তাকে জিজ্ঞেস করে, আপনি কি তামিমার অতিত সম্পর্কে সকিছু জানেন, উত্তরে নাসির বলে আমি অতিত সম্পর্কে সব জানি আর তাছাড়া তামিমা আপনার সাথে থাকলে সে ৮ বছরের সংসার ও বাচ্ছা রেখে আমার কাছে আসতো না বা আমাকে বিয়ে করতো না।
অনলাইন বাংলা নিউজের হাতে আসা রাকিব হাসান ও তামিমার বিয়ের সময় করা কাবিননামায় দেখা যায় ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তিন লক্ষ টাকা দেনমোহর আদায়ে দুজনের বিয়ে হয় এছাড়াও যখন বিয়ে হয় তখন তামিমা SSC পরীক্ষার্থী ছিল। পরীক্ষার ফলাফল ভালো করায় তাকে সামনে পড়াশুনা করার সুযোগ করে দেয় স্বামী রাকিব। রাকিবের দাবি, গেল ১১ বছরের সংসারে তিনি তার স্ত্রীর পড়াশোনা থেকে শুরু করে জব সহ সবক্ষেত্রেই তাকে সাহায্য করেছেন।
এই বিষয় অনলাইন বাংলা নিউজ রিপোর্টার আরও তথ্য জানতে তাদের সাথে যোগাযোগ করলে ক্রিকেটার নাসির ওর তার স্ত্রী তামিমা দুজনেরই ফোন বন্ধ মিলছে।