ঈদগাঁ : কক্সবাজার ঈদগাঁওতে গত ১৯ জানুয়ারি মঙ্গলবার সন্ধা রাতে ঈদগাও ইউনিয়নের থানাধীন ইসলামাবাদ ইউনিয়নের চরপাড়ায় জায়গায় বিরোধের জেরে নৃশংস খুনের শিকার আজিজুল হক বাবুর্চির স্ত্রী রাশেদা বেগম ও মেয়ে জান্নাতুল ফেরদৌসের খুনের ঘটনায় প্রধান আসামী আবুল কালামকে গত রবিবারে ৩১ জানুয়ারি য়ে কোনো সময়ে গেপ্তার করা হয়েছে।
তাই পরিচলনা অভিযানকারী ও আইনশৃঙ্খলা বাহিনী এবং কোথা থেকে গেপ্তার করা হয়েছে, সে বিষয়ে মামলার সার্থে আপাতত মুখ খুলতে আপারগতা প্রকাশ করেছেন।
প্রতিবেদকঃ মোহাম্মদ আলম