২০২১ সালের শুরুতেই এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে গোটা বিশ্ব কারন বিরল এক চতুষ্কোণ উল্কাপাতের সম্ভাবনা দেখা দিয়েছে রাতের আকাশে। বছরের শুরুতেই এই উল্কাপাতের কথা জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা “নাসা”। মহাকাশ গবেষকরা বলছেন মূলত ধূমকেতুর কণা বা অংশ থেকে তৈরি হয় এ ধরনের বিরল উল্কা। এই গুলো পৃথিবীর বায়ু মন্ডলে যখন প্রবেশ করে তখন তাতে আগুন ধরে জ্বলে ওঠে আর তাতেই উজ্জ্বল দেখায়। ১৮২৫ সালে প্রথম এ ধরনের উল্কাপাতের পরিচয় পেয়েছিল বিজ্ঞানীরা। তখন তাকে চতুষ্কোণ উল্কা বৃষ্টির নাম দিয়েছিলেন তারা। নাসা বলছে ২০২১ সালে আকাশের অনেকটা জুড়ে দেখা যাবে এই উল্কা বৃষ্টি । বিজ্ঞানীদের মতে পৃথিবীর উত্তর গোলার্ধের পুরোটাতেই দেখা যাবে এই উল্কা বৃষ্টি যার মধ্যে ভারত সহ বাংলাদেশও রয়েছে। এই উল্কা বৃষ্টি সূর্য ওঠার আগের আকাশে দেখা যাবে। এই সময় আকাশে ৩০ মিনিট চোখ রাখলেই দেখা মিলতে পারে এই বৃষ্টির।