সংসারের অভাব অনটনকে উপেক্ষা করে পাঁচ বছর ধরে টাকা জমিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেবার নিজ হাতে দৃষ্টি নন্দন একটি কাঠের চেয়ার তৈরি করেছে জামালপুরের এক দরিদ্র কাঠমিস্ত্রি, যা দেখতে প্রতিদিন ভিড় করছে নানা বয়সী মানুষ।
দৃষ্টি নন্দন এই চেয়ারটি বানিয়েছেন জামালপুরের মেলানদাহ উপজেলার আদিপৈত গ্রামের দরিদ্র কাঠমিস্ত্রি মমিনুল ইসলাম। প্রধানমন্ত্রীর প্রতি শ্রোদ্ধা ও ভালোবাসা থেকেই তার এমন উদ্যোগ। জমানো টাকা দিয়ে পাঁচ মাস আগে শুরু করে চেয়ার তৈরির কাজ। আজ এই চেয়ারটি নিজ হাতে প্রধানমন্ত্রিকে উপহার দিতে চান তিনি। এমন খবরে প্রতিদিন এই চেয়ার দেখতে ভিড় করছে দর্শনার্থীরা। সংসারে অভাব অনটন থাকলেও ৬০ হাজার টাকা খরচ করে চেয়ারটি বানিয়েছে মমিনুল।