প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পাঁচ আত্মীয় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। গতকাল সকালে বিহারে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। পথে বিহারের লক্ষীসরাই এলাকায় হাইওয়ে ৩৩৩ -এ একটি সড়ক দুর্ঘটনা ঘটে।
হাইওয়েতে একটি ট্রাকের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। বাকি চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। ট্রাক চালক ও তার সহযোগী পালিয়ে যায়। গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ি থেকে মানবদেহ সরাতে একটি লোহার কাটার আনতে হয়েছে।
পুলিশ জানিয়েছে, সুশান্তের পরিবারের সদস্যরা হরিয়ানা পুলিশের অতিরিক্ত মহাপরিচালক এবং পি সিংয়ের বোনের শেষকৃত্যে যোগ দিতে পাটনা থেকে জম্মু ফিরছিলেন। ওপি সিং সুশান্ত সিং রাজপুতের শ্যালক। আহতদের প্রথমে সিকান্দ্রা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সুশান্ত সিং রাজপুত ২০০৯ সালে টেলিভিশন সিরিয়াল ‘পবিত্র রিশতা’ দিয়ে খুব জনপ্রিয় হয়েছিলেন। ২০১৩ সালে ‘কাই পো চে’ দিয়ে বলিউডে অভিষেক হয় তার। এরপর একের পর এক সাফল্যের পথে এগিয়ে যান সুশান্ত। গত বছরের ১৪ জুন মুম্বাইয়ের ফ্ল্যাটে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।