অটোরিকশা , জেলা শহর থেকে শুরু করে মহানগর সব জায়গায় ছড়িয়ে গেছে অ্যাসিড ব্যাটারি চালিত
এই যান। ব্যাটারির মেয়াদ শেষে এই অ্যাসিড পরিবেশের জন্য বিরাট ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় । শুধু
তাই নয় , যাত্রীর গলায় কাপড় পেঁচিয়ে মৃত্যুর ঘটনাও আছে অনেক । এদিকে ঢাকাতেও অনেক দিন থেকে
নেই সিএনজি অটোরিকশা নিবন্ধন । তাই পুরোনো নম্বর এর এক একটি অটোরিকশার দাম আকাশ
ছোয়া। তাই বাড়তি ভাড়া হাঁকেন চালকেরা । এই যখন অবস্থা তখন এক উগদোক্তা জানাচ্ছেন লিথিয়াম
আয়ন এর তৈরী একটি তিন চাকার যানের কথা যা সম্পূর্ণ পরিবেশ বান্ধব। যে কোনো সময় দ্রুত ব্রেক
করতে এতে আছে এবিএস সিস্টেম। এই সিস্টেম ব্যবহার করার ফলে এই যান টি ব্রেক করলে ৩ ফিটের
মধ্যে দাঁড়িয়ে যাবে । এতে আরো আছে সোলার সিস্টেম যার মাধ্যমে পারি দেয়া যাবে ৪০ কিলোমিটার পথ
আর ব্যাটারি তে চলবে ৯০ কিলোমিটার পথ । এর ভেতরে আছে চার্জ সিস্টেম , যার মাধ্যমে যাত্রীরা
তাদের ব্যবহার কৃত মোবাইল চার্জ করতে পারবেন । এর ভেতর এবং বাইরে রয়েছে দুটি সিসিটিভি
ক্যামেরা , যার মধ্যে সামনের টি ৩৬০ ডিগ্রি এঙ্গেল এ ঘুরতে সক্ষম এবং এপ্স এর মাধমে তা
নিয়ন্ত্রন করা যায় , এতে আরো আছে wifi সুবিধা। সবচেয়ে মজার বেপার হলো এই যানটি তে একটি
প্যানিক বাটন আছে যা ক্লিক করলে এই যানটির গতি ৫ কিলোমিটার এ নেমে আসবে এবং ২০ মিনিট
কেউ এই যান ব্যবহার করতে পারবে না । ৭ জন যাত্রী বহনে সক্ষম এই যান তৈরী করেছে বাঘ ইকো
মোটরস। অলরেডি জানুয়ারী মাসের ১৯ তারিখে ফ্যাক্টরি এর অনুমোদন পেয়েছে এই কোম্পানি। জুনের
৩০ তারিখ থেকে এই ফ্যাক্টরিতে যান তৈরী হয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে বলে জানিয়েছেন
কোম্পানির প্রেসিডেন্ট কাজী জসিমুল ইসলাম বাপ্পি।