Pushpa / পুষ্পা মুভি রিভিউ: সত্যি বলতে কি আজকাল ১০০র মধ্যে ৯৯ মুভির ট্রেইলার দেখেই একদম সব বুঝে ফেলা যায়।
Reason পুরো কাহিনির প্লট ২-৩ মিনিটেই reveal করে ছবিটার ১২ টা বাজিয়ে দেয় ।
মুভিতে নতুন কিছু দেখার expectation double zero করে দেয়।
but ঐ ১০০র মধ্যে যে ১ টি ছবি বেচে যায় সেটার ট্রেইলার
যে চালাকির সাথে কাট করে ঐটা ফ্লিম relies এর আগেই তাকে special বানিয়ে দেয়।
Pushpa the much waited action thriller এর ট্রেইলার finally আমাদের মধ্যে চলে এসেছে। & best জিনিস হল পুরো ট্রেইলার দেখার পরও মনে হয় যেন কিছুই দেখিনি , সবকিছু লুকিয়ে রেখেছে। এটাকেই বলে creativity , audience কে ছোট করে hint দিয়ে theatre এ নিয়ে আসার জন্য বাধ্য করে , story বলার দরকার ই হয় না , এক এক টা seen এমন powerful হয়, যেটা লোকজনের জন্য বড় screen এ দেখা দরকারি হয়ে পড়ে। & pushpa এই কাজ খুবই perfection এর সাথে করেছে।
কিন্তু কিছু লোক এই কথা মানতে চায় না, কতক্ষণ আর না মেনে থাকবেন বলুন ।
১ টি নতুন ছবি, একটি super talented actor allu arjun finally pan India film নিয়ে এসেছে।
allu arjun এর look এতটা intense আর powerful যে সোজা ইশারা করে pushpa এক dark dangerous সিনেমা হবে। যার মধ্যে pain ,love ,revenge সব emotion এর কম্বো দেখা যাবে। plus dance এর মধ্যে allu arjun এর competition ই নেই। প্রতিটা মুভি expressive & energetic হয় যা দেখে তার ভক্তরা খুশি হয়ে যায়। এনার character খুবই strong, কারণ তিনি শুধু চোখের ইশারাই acting করে যাচ্ছে , language matter ই করছে না , তার expression ই সব কিছু বলে দিচ্ছে loud & clear…
এই ট্রেইলার একটা example হলঃ
large then life direction এর যা এক fictional দুনিয়াকে reality এর চেয়ে আসল বানানোর শক্তি রাখে ।
যেমন bahubali এর কাহিনি real life এর সাথে কোন সম্পর্ক নেই, কিন্তু যখন দেখি সব সত্যিই মনে হয়।
তাই না। ব্যাস এই জিনিসটিই pushpa তে ফিল হবে, sample trailer এ দেখেছেন হয়ত আপনি ।
সুকুমারের idea মানে ফাটাফাটি story telling plus ভয়ঙ্কর cinematography। অন্ধকার জঙ্গল ভয়ঙ্কর suspense এর উপর তাগড়া মারপিট নিয়ে তোরফোড় action, মানে এক একটা জিনিস মেপে বুঝে ঠিক সময়ে ঠিক জায়গায় place করা হয়েছে। এতগুলো character কে একসাথে manage করা আর সবার এক একটা look এত interesting & impactful বানানো, যে lead actor ছাড়াও supporting cast ও চোখে ভেসে থাকে ফাটাফাটি একটা ট্রেইলার।
Plus ফিল্ম ঐটাই মজাদার হয় যেখানে হিরোকে টক্কর দেওয়ার মত ভিলেন থাকে। casting এতই ভালো যেখানে Fahad Fasil VS Allu Arjun কে center এ দিয়ে Evil VS Good এর concept কে highlight করা হবে।
Fahad VS Allu Arjun একসাথে এত্ত talent unbelievable।
রাশ্মিকা মুভিতে freshness নিয়ে আসবে তার dance number এবং love moments এর fans দেরকে এখনই দিওয়ানা বানিয়ে ফেলেছে।
আর ভাই music, তেলেগু ফিল্ম মেকার কোথার থেকে যে খুঁজে আনে
এত চরম background music এক একটা seen এ আলাদা level এর excitement feel হয়।
ট্রেইলারের expectওর সত্যিই এই music হবে fight seen বা character entry’s এক এক moment কে আগুনে বদলাই দিচ্ছে এই VGM
pushpa Hindi dubbing এর সাথে north audience কেও direct target করছে যাতে এর Hindi remake না হয় । আর যদি response ভাল হয় তবে future এ সব south industry ছবি Hindi dubbing নিয়ে আসবে। Bollywood এর কাছে আর remake right বিক্রি করবে না।
মুক্তির আগেই ট্রেইলার দেখে নিল বিশাল লাভের মুখ , আর মাত্র ৩ দিন পর ১৭ ই ডিসেম্বর পুষ্পা মুক্তি পাবে। আর pan India আকারে যেহেতু এই সিনেমা মুক্তি পাবে তাই পুরো India জুরে এই সিনেমা দেখার জন্য দর্শকদের আগ্রহ তো একেবারে তুঙ্গে । শুধু দর্শকদের আগ্রহই নয় এই মুভি নেওয়ার জন্য distributer রাও একদম মুখিয়ে আছে । এবং times of Indian প্রতিবেদন অনুযায়ী এই সিনেমা তাদের pre release business এ আড়াইশো কোটি রুপি already কামিয়ে ফেলেছে, theatrical & non theatrical সত্ত্ব বিক্রি করে এই মুভি পুরো বিশ্ব জুড়ে আড়াইশো কোটি রুপি আয় করে ফেলেছে, এই মুভির বাজেট ছিল ২১০ কোটি রুপি। so already তো লাভ করেই ফেলেছে & অনেকেই আশা করছে এই মুভিটি Box office এ ভীষণ ঝড় তুলবে ।