গাইবান্ধার সুন্দরগঞ্জে চাকায় মাফলার পেচিয়ে মজনু মিয়া নামে এক ভটভটি চালকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১০ টার দিকে উপজেলার ডোমেরহাট নামক স্থানে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে এ মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা যায়, রড সিমেন্ট বোঝাই একটি ভটভটি উপজেলার ধুবনির দিকে যাচ্ছিল। ডোমের হাট নামক স্থানে পৌঁছিলে চালক মজনুর নিজের মাফলার চাকায় পেচিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত মজনু মিয়া রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর গ্রামের রনজু মিয়ার ছেলে।