বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:২৩ অপরাহ্ন

লাইভ টিভি অ্যাপস জনপ্রিয় হয়ে উঠেছে সম্প্রতি

নিজস্ব প্রতিবেদক :
  • সময় কাল : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
  • ১৫১৪ বার পড়া হয়েছে।
লাইভ টিভি
লাইভ টিভি
Spread the love

আচ্ছালামুআলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন? আজকে আমি কথা বলবো কি ভাবে আপনি আপনার এন্ড্রোইড মোবাইল ফোন লাইভ টিভি দেখতে পারবেন।

আমরা অনেকেই আমাদের Android ফোন থেকে Live Tv দেখতে চাই কিন্তু কিভাবে Live Tv দেখতে হয় সেটা হয়তো জানি না।

তাই আমি আজ Android ফোন এর জন্যে নিয়ে এলাম, Live Tv দেখার দারুন উপায়। কথা না বাড়িয়ে শুরু করা যাক।

দিন দিন জীবনযাত্রার মান যত সহজ হয়ে উঠেছে, ততই সবাই চায় সবকিছু খুব সহজে পেতে। হাতের Smartphone টি আমাদের জীবনের অনেকগুলো যন্ত্রের প্রয়োজনীয়তা কমিয়ে দিয়েছে।

স্টপওয়াচ, হাতঘডি, টিভি, ল্যাপটপ, রেডিও, টেপ রেকর্ডার, এটিএম কার্ড, পেন ড্রাইভ ইত্যাদি অনেক প্রয়োজনীয় উপকরনের চাহিদা কিছুটা হলেও কমিয়েছে হাতের এন্ড্রয়েড মোবাইলটি।

লাইভ টিভি অ্যাপস

সাদাকালো টিভির পরে রঙ্গিন সিআরটি (CRT TV) বা বড় টিভিগুলোর প্রচলন ছিলো।

তারপরেই এসেছে স্লিম এলসিডি (LCD TV) এবং এলইডি টিভি (LED TV)।

এলইডি টিভির মধ্যে এখন চলছে স্মার্ট (Smart TV) এবং এন্ড্রয়েড টিভির (Android TV) তুমুল জনপ্রিয়তা।

ক্যাবল কানেকশনে দেখা টিভি চ্যানেলের মধ্যে বাংলা এবং হিন্দি চ্যানেলগুলো চলছে আমাদের প্রতিটি ঘরে ঘরে।

আর এই চ্যানেলগুলোই এখন মোবাইলে দেখার জন্য চলে এসেছে অনেকগুলো এন্ড্রয়েড লাইভ টিভি অ্যাপ (Android Live TV App) ।

এই অ্যাপগুলোর রয়েছে আবার অনেক ভেরিয়েশন।

কিছু অ্যাপ রয়েছে যেগুলোতে ১০-১৫ টি মাত্র চ্যানেল দেখা যায়। আবার কিছু অ্যাপে ১০০০-২০০০ এমনকি ৬০০০+ পর্যন্ত চ্যানেল দেখা যায়।

এই আপগুলোর কিছু আবার কিছুদিন পরপর কাজ করা বন্ধ করে দেয়।

তখন ভিউয়ারদের মধ্যে খোজ পড়ে যায় নতুন অ্যাপ অথবা পুরাতন অ্যাপ এর মধ্যেই নতুন সোর্স লিংক।

Live Net TV, BDIX TV, IpTV Lite, JagoBD এছাড়াও আরও নামি বেনামি অনেক অ্যাপ রয়েছে প্লে স্টোর, এপ্টয়েড টিভি সহ আরো বিভিন্ন সোর্সে। এই অ্যাপগুলোর কিছু আবার ব্যাবহার করা মোবাইলের সিকিউরিটির জন্য বেশ ঝুঁকিপূর্ণও হতে পারে।

পণ্যবিডি ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত এই নতুন নতুন অ্যাপগুলোর রিভিউ নিয়ে আসছে। কিভাবে ইন্সটল করা যাবে, কোন অ্যাপটির সুবিধা অসুবিধা কি, সোর্স লিংক কিভাবে সেট করতে হবে এসব ভিডিও আপডেট নিয়মিতই দেয়া হয় চ্যানেলটিতে।

এমনকি কোন অ্যাপ যদি কাজ না করে, তাহলে ইউজাররা কমেন্টে জানালে নতুন আপডেট অ্যাপ বা আপডেট সোর্স লিংক দিয়ে ভিডিও তৈরি করে চ্যানেলটি।

এর মধ্যে BDIX TV Update Link নিয়মিত দেয়ার কারনে এই চ্যানেলের সাবস্ক্রাইবারদের মধ্যে ইতিবাচক মনোভাব দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর

Advertisement

এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ ।
Design & Developed by Online Bangla News
themesba-lates1749691102