আচ্ছালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমরা জানবো ইফতার এর জন্যে কিভাবে দোয়া করতে হয় সে সম্পর্কে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক।
আমাদের নিকট প্রতিবারের ন্যায় বছর ঘুরে আমাদের নিকট রমজান মাস চলে এসেছে । । মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র ও ফজিলতের মাস হচ্ছে এই রমজান মাস। পুরো মাস জুড়েই তাই মুসলমানরা মশগুল থাকেন দোয়া ও ইবাদত এর মাঝে। পুরো রমজান মাস জুড়ে মহান আল্লাহ তায়ালা তার বিশেষ রহমত নাজিল করে থাকেন।
আর এই পুরো রমজানে কিছু সময় আছে যেই সময় মহান আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা যা চান তাই দিয়ে থাকেন । এসময় আল্লাহ তায়ালা বান্দার দোয়া কবুল করে থাকেন। আর এই পবিত্র সময় হচ্ছে ইফতারের সময়। সারাদিন কষ্ট করে রোজা রেখে আল্লাহর প্রিয় বান্দা তার কাছে কিছু চাইলে তিনি খুশি হন। আর তাই ইফতারে সময় দোয়া করা এবং আল্লাহর কাছে চাওয়া সকল মুমিনের জন্যই নেয়ামত স্বরূপ।
ইফতার এর দোয়া যে সুন্নত এটা আমরা প্রায় সকলে জানি । আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) ইফতারের সময় দোয়া করতেন। আর তাই আমাদের উচিত এসময় দোয়া ও আল্লাহর জিকিরে লিপ্ত থাকা । ইফতারের সময়টি মহান আল্লাহ তাআলার কাছে পছন্দের এক সময়। এ সময় তিনি সকল দোয়া কবুল করে নেন । সঠিক সময়ে ইফতার ওয়াক্ত হয়ে যাবার সাথে সাথেই ইফতার করা উত্তম।
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) ইফতার করার আগে একটি দোয়া পড়তেন। তাই সুন্নাত এই দোয়াটি ইফতারি করবার আগেআমাদের স্কলের করে নেয়া উত্তম। দোয়াটি হলঃ
(বাংলা উচ্চারণে) : আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু
ইফতার এর দোয়া (বাংলা অর্থ) : হে আল্লাহ! আপনার জন্য আমি রোজা রেখেছি, আপনার রিজিক দ্বারা ইফতার করছি। (আবু দাউদ, সাওম অধ্যায়)
আরো পড়ুন–
রমজানে কুরআন তিলাওয়াতের গুরুত্ব ও ফজিলত
তাহাজ্জুদ নামাজ এর গুরুত্ব
ও ফজিলত