অনেকেই ভেবেছিলেন যে তাদের জীবনে যে ঝড় বয়ে গেছে তা হয়তো এবারের জন্মদিনের পার্টিকে এতটা জাঁকজমকপূর্ণ করে তুলবে না। তাদের ভাবনাকে ভুল প্রমাণ করলেন পরীমনি। এবার আরও জাঁকজমক করে জন্মদিন উদযাপন করলেন খুশি নায়িকা। গতকাল রাতে ঢাকার একটি পাঁচতারা হোটেলে পরিচিতজন, শুভানুধ্যায়ী ও আশেপাশের সকলের সাথে নেচে-গেয়ে জন্মদিন পালন করেন তিনি। কেক কাটুন।
এ বছর ২৯ বছর পূর্ণ করে ৩০-এ পা রাখলেন পরীমনি। জন্মদিনের এই বিমানের কেবিন ক্রু সাজে পরীমনি। পাঁচ তারকা হোটেলের অডিটোরিয়ামকেও তিনি বিমানের ভেতরের উঠান বানিয়েছেন। আমন্ত্রিত অতিথিদের ইতিমধ্যেই বোর্ডিং পাস প্রদান করা হয়েছে। অতিথিরা প্রবেশের পর পরীমনি কেবিন ক্রুর সাজে সিঁড়ি দিয়ে নেমে আসেন। শুধু সাজসজ্জাই নয়, বিশেষ পদ্ধতিতে তৈরি স্কার্টকে লুঙ্গিতে রূপান্তরিত করে নাচও করেছেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের তিনি বলেন, “এখানে আপনাদের আমন্ত্রণ শুধু আমার জন্মদিনের পার্টির জন্য।” খবরের জন্য নয়। পাত্রীর খবরের দরকার নেই। তুমি এসেছ দেখে আমি অভিভূত। ‘
অভিনয় জগতে প্রতিষ্ঠার পর থেকে প্রতি জন্মদিনে নানা শামসুল হক গাজীর সঙ্গে কেক কাটছেন পরীমনি। তার ৩০ তম জন্মদিনও ব্যতিক্রম ছিল না। ২৩ অক্টোবর দুপুর ১২টা ১ মিনিটে বাড়িতে দাদার সঙ্গে কেক কাটেন তিনি।রাতের প্রথম প্রহরে উৎসবে উপস্থিত ছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরীও। এ সময় আরও উপস্থিত ছিলেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী, রশিদ পলাশ, অভিনেতা শরিফুল রাজ প্রমুখ।
পরীমনি ১৯৯২ সালের ২৪ অক্টোবর সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন। তার আসল নাম শামসুন্নাহার স্মৃতি। পরীর বাবার নাম মনিরুল ইসলাম, মা সালমা সুলতানা। মাত্র তিন বছর বয়সে মাকে হারান এই অভিনেত্রী।
‘ভালোবাসা সীমাহীন’ দিয়ে বড় পর্দায় অভিনয় শুরু করা পরীমনি ঢালিউডের সাত বছর পূর্ণ হলো। তিনি ১৯টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। পরিমণি চলচ্চিত্রে যতটা না তার চেয়ে চলচ্চিত্রের বাইরের কর্মকাণ্ডে বেশি আলোচিত। কখনো জনগণের সহযোগিতায়, কখনো জাঁকজমকপূর্ণভাবে জন্মদিন পালন করেন, আবার কখনো নিজের খুশি মতো চলেন। সর্বশেষ মাদক মামলায় গ্রেফতার হয়ে আলোচনায় আসেন পরীমনি।