রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন

অজয় দেবগন – অজয় বলিউডে আজ ৩০ বছর পূর্ণ হল

নিজস্ব প্রতিবেদক :
  • সময় কাল : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৫৪৬ বার পড়া হয়েছে।
Spread the love

“ফুল এবং কাঁটা” ২২ নভেম্বর, ১৯৯১ সালে মুক্তি পায়। বলিউডের সুপারহিট সিনেমাগুলির মধ্যে একটি। বলিউড পেয়েছে নতুন তারকা অজয় দেবগন।

আরও পড়ুন – বঙ্গবন্ধু – শেখ মুজিবুর রহমান

নব্বইয়ের দশকে বলিউডে দোলা দেওয়া অভিনেতাদের মধ্যে তিনি একজন এবং এখনও নায়ক হিসেবে অভিনয় করছেন। অভিনয়ের জোরে বলিউডে নাম লেখান তিনি। আজ তার ত্রিশতম জন্মদিন।

অজয় দেবগন - বাইকের দৃশ্যটির কথা মনে করছেন তিনি

বাইকের দৃশ্যটির কথা মনে করছেন তিনি

আরও পড়ুন – সাহায্য করার জন্য জাপান পুলিশ বাংলাদেশী প্রবাসীদের পুরস্কৃত করেছে

অজয় দেবগন - অজয়ের ৩০ বছরের বলিউড–যাত্রাকে আজ নানাভাবে উদ্‌যাপন করছেন ভক্তরা
ভক্তরা আজ বিভিন্ন উপায়ে অজয় দেবগন এর ৩০ বছরের বলিউড যাত্রা উদযাপন করছেন। অংশগ্রহণকারী শিল্পীদের অভিনন্দন।

আরও পড়ুন – র‌্যাপার মেগান থি স্ট্যালিয়নকে নাচতে বলার পরে গুলি করে    

সোমবার সকালে সিনিয়র অভিনেতা অজয় দেবগন এর মেন্টর অমিতাভ বচ্চন টুইট করেন। “আজ বলিউডে আপনার ৩০ তম জন্মদিন,” তিনি লিখেছেন।

Ajay Devgan HD Wallpapers | 7wallpapers.net

Ajay Devgan HD Wallpapers

অভিনন্দন, আপনার বয়স ৭০ বছর। আমার মনে আছে এই ছোট্ট মিটিং থেকে বাবা বেরো প্রথমবার দেবগনের সাথে সেটে এসেছিলেন। ছেলেটার বয়স আজ কত? মহান পরিচালক, প্রযোজক, অভিনেতা এবং আমার প্রতিবেশীও। ‘

আরও পড়ুন – Pushpa | পুষ্পা মুভি রিভিউ

বন্ধু অক্ষয় কুমার লিখেছেন, ‘আমার সেই সময়টার কথা মনে আছে। বন্ধু, তুমি আর আমি জোহো বিচে মার্শাল আর্ট শিখছিলাম। তোমার বাবা পড়াতেন। ৩০ বছর কেটে গেছে। সময় যায়, বন্ধুত্ব স্থায়ী হয়!

আরও পড়ুন – করোনা | নিয়োগ পরীক্ষায় করোনা নিয়ে যাবতীয় প্রশ্ন দেখে নিন

কেমন ছিল এই ৩০ বছরের যাত্রা? সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অজয় ​​দেবগন তার বলিউড সফরের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, শুরুতে বড় ভাবতেন। অর্থাৎ স্বপ্নটা অনেক বড় ছিল। অবশ্য স্বপ্নটা মূলত বাবার। ছেলে বলিউডে যাবে, সুপারস্টার হবে- এটাই ছিল ব্যারো দেবগনের স্বপ্ন।
প্রথম ছবিতেই দারুণ অভিনয় করেছেন তিনি। ছবির প্রতিটি বিষয় খুব যত্ন সহকারে করা হয়েছে।

তিনি বিশেষ করে মোটরসাইকেল দৃশ্যের কথা ভাবেন। বলিউডের অন্যতম সেরা অ্যাকশন দৃশ্য। “এটা তখন পাগলের মতো ছিল,”

অজয় দেবগন ​​বলেছিলেন।

তিনি বলেন, কলেজে তিনি একা দুটি বাইক চালাতে পারেন। তিনি দুটি ঘোড়ায় চড়তে পারতেন। একাধিকবার চলচ্চিত্রে এ ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি।Kajol opens up on how Ajay Devgn ran away from their honeymoon - Movies News

প্রথম ছবির পর একের পর এক করেছেন ‘সংগ্রাম’, ‘শক্তিমান’, ‘কানুন’, ‘বেদারদি’। এসব ছবিতে নায়কের ভূমিকায় দেখা যায়নি, ছবিগুলো সাড়া ফেলেনি।

Love & Action scenes | Itihaas I Ajay Devgan, Twinkle Khanna, Raj Babbar | Hindi Movie - YouTubeপ্রথমে পরিচালকরা তাকে পার্শ্ব চরিত্র হিসেবে ভেবেছিলেন। সে সময় অজয়ের অপরূপ চেহারা এবং রঙের কারণে পরিচালকরা তাকে খুব একটা পাত্তা দেননি। তবে মহেশ ভাটের সঙ্গে পরিচিত হওয়ার পরই ঘুরে যায় তার ভাগ্যের চাকা। অজয় দেবগন পরিচালকের ছবি ‘জখম’-এ অভিনয় করে আলোড়ন ফেলেছিলেন। ছবিটি জাতীয় পুরস্কারও পেয়েছে। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

‘অভিনন্দন অজয়, আরও ৭০ বছর এগিয়ে যাও’

অজয় দেবগন বলেন, বলিউডে পা রাখার সময় থেকেই তিনি শেখা শুরু করেন। বলিউড থেকে প্রতিদিন কিছু না কিছু শিখুন। সেই শিক্ষা আজও শেষ হয়নি।প্রথম দিকে পরিচালকেরা তাঁকে পার্শ্বচরিত্রের জন্য ভাবতেন

তার কথায়, “প্রতিদিন ভুল শুধরে এবং অল্প অল্প করে শিখে সময়ের চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার চেষ্টা করছি।

চেষ্টা করছি। বাকিটা দর্শকদের হাতে ছেড়ে দিয়েছি। নিজেকে বদলাতে পারিনি।

আরও পড়ুন – Booster Doses – আগামী মাস থেকে শুরু হতে পারে বুস্টার ডোজ দেয়া

এমন নয় যে তিনি। দর্শকদের সামনে কখনও নিজের চুলের স্টাইল পরিবর্তন করেছেন।তিনি বলেন,

‘আমার মতো ভক্তরা আমাকে আমার মতোই গ্রহণ করেন।’ এতে আমি সন্তুষ্ট।অজয় দেবগন জানান, বলিউডে প্রথম পা রাখার সময় থেকেই তাঁর শেখার শুরু।
অজয় তার আসন্ন ছবি ‘থ্যাঙ্ক গড’-এর মুক্তির তারিখ ঘোষণা করেছেন।

আগামী বছরের ২৯শে জুলাই মুক্তি পাবে ছবিটি। অজয় দেবগন ছাড়াও ছবিতে রয়েছেন রাকেল প্রীত সিং এবং সিদ্ধার্থ মালহোত্রা।

‘থ্যাঙ্ক গড’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে সিংহলি গায়ক ইভানিওর।দৃশ্যম ছবিতে অজয়

অজয় দেবগনের এই মুহূর্তে একাধিক ছবির কাজ রয়েছে।

‘ট্রিপল আর’, ‘গঙ্গোবাই কাঠিয়া বাড়ি’ এবং ‘দারেসিয়াম টু’-এর মতো ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর

Advertisement

এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ ।
Design & Developed by Online Bangla News
themesba-lates1749691102